Description
- ছোটোবেলার রঙিন দিনগুলোকে ছড়া আর ছবিতে, গল্পে আর কথায় সাজিয়ে নিয়ে এল ‘সোনার বাংলা‘।
- এ বই হয়ে উঠুক খুদে পড়ুয়াদের প্রথম পেনসিল ধরার দিনগুলোর সঙ্গী। খেলতে খেলতেই তারা যেন শিখে ফেলতে পারে বাংলা ভাষার গোড়ার কথাগুলো—সেই কথা মাথায় রেখেই তৈরি এই বইয়ের প্রতিটি পাঠ। সুন্দর সুন্দর ছবি আর লেখায় ভরপুর ‘সোনার বাংলা‘ তাই হাসি ফোটাবেই ছেলেমেয়েদের মুখে।